ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাগপার সভাপতি রেহানা প্রধান আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৩, ২২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান আর নেই। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের কেয়া হাসপাতালে তিনি ইন্তেকাল (ইন্না…রাজিউন) করেছেন।

রেহান প্রধান জাগপার প্রয়াত সভাপতি শফিউল আলম প্রধানের স্ত্রী। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ছিলেন তিনি।

জাগপার মহাসচিব খন্দকার লুৎফুর রহমান মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। লুৎফর রহমান বলেন, রেহানা প্রধান দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের সহধর্মিণী রেহানা প্রধান ১৯৭২ সালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে রাজনীতিতে ছিলেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান ও ত্যাগ রয়েছে।

রেহানা প্রধান দীর্ঘ ১৩ বছর জাগপার সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ২১ মে শফিউল আলম প্রধানের ইন্তেকালের পর তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। ওই বছরের ২৯ নভেম্বর বিশেষ কাউন্সিলের মাধ্যমে রেহানা প্রধানকে জাগপার সভাপতি নির্বাচিত করা হয়।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি