ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতির উদ্দেশ্যে ভাষণে প্রার্থিতা প্রত্যাহারের ব্যাখ্যা দেবেন বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ২৪ জুলাই ২০২৪ | আপডেট: ১৩:৪১, ২৪ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন। আগামী নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে তিনি কেন প্রার্থিতা প্রত্যাহার করছেন ভাষণে তার ব্যাখ্যা দেবেন। 

স্থানীয় সময় বুধবার রাত আটটার দিকে বাইডেনের ভাষণ দেয়ার কথা রয়েছে। 

এক্সে জো বাইডেন বলেছেন, সামনের দিনগুলোতে কি হতে পারে এবং আমেরিকান জনগণের জন্যে তিনি কিভাবে তার কাজ সম্পন্ন করবেন তা নিয়ে ভাষণে কথা বলবেন।

রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর এটি হতে যাচ্ছে তার প্রথম ভাষণ।

এদিকে, ডোনাল্ড  ট্রাম্পের ওপর হামলার পর তিনি ওভাল অফিস থেকে মাত্র এক সপ্তাহ আগেই ভাষণ দিয়েছিলেন। এটি হতে পারে ওভাল অফিস থেকে দেয়া তার শেষ ভাষণ।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কে ব্যর্থতার কারণে বাইডেনের ওপর প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে তার নিজ দল ডেমোক্রেট থেকেই অব্যাহত চাপ ছিল। এ প্রেক্ষিতে করোনায় আক্রান্ত বাইডেন দেলওয়ারে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকা অবস্থাতেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

বাইডেনের সরে দাঁড়ানোর পর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্রেট দলের প্রার্থী  হিসেবে ইতোমধ্যে মনোনয়ন দেয়া হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি