ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

জাতির জনকের সমাধিসৌধে পিকেএসএ’র শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫২, ১৮ জানুয়ারি ২০১৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সভাপতি ও  অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. সাইফুদ্দিন আহমেদ, পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দীন, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর পরিচালক আবুল হাসিব খানসহ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সমাধিসৌধের পেশ ইমাম মাওলানা নওয়াব আলীর পরিচালনায় মোনাজাতে অংশ নিয়ে তিনি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সকল শহীদের প্রতি, ১৯৭৫ সালের ১৫ই আগষ্টে স্ব-পরিবারে শাহাদত বরণকারী বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করা হয়। একইসাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

পরে তিনি জাতির জনকের জন্মভূমি টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের বয়রা উচ্চ বিদ্যালয়ে পিকেএসএফ ও রিক-এর সহযোগিতায় পরিচালিত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শান্তিমনি চাকমার সভাপতিত্বে হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে “সমৃদ্ধি” কর্মসূচী বাস্তবায়ন কার্যক্রম শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন।

আলোচনা শেষে রিক-এর আয়োজনে ও পিকেএসএফ-এর সহযোগিতায় এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডা. সাইফুদ্দিন আহমেদ এর তত্ত্বাবধানে পরিচালিত বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন।

 

আর/টিকি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি