ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

‘জাতির পিতা না থাকলে কখনোই স্বাধীনতার স্বাদ পেতাম না’

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২১, ১৫ আগস্ট ২০২১

‘জাতির পিতা না থাকলে আমরা কখনোই স্বাধীনতার স্বাদ পেতাম না। তাঁর নেতৃত্বেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশের নাম বঙ্গবন্ধু রাখলেও তাঁর ঋণ কখনো শোধ হবে না’ বলে বক্তব্য প্রদান করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

রোববার (১৫ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন।

এসময় তিনি আরও বলেন, ৭৫-এর ১৫ আগস্ট রাতের অন্ধকারে নির্মমভাবে কিছু ঘাতক জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। এই একই ঘাতকচক্র ২০০৪ সালের ২১ আগস্ট নির্মম গ্রেনেড হামলা চালায়। দুটি হামলাই একসূত্রে গাঁথা। এই ঘাতক ও তাদের মাস্টারমাইন্ডদের খুঁজে বের করে বিচার করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু নীল দল, কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতি, ডীন, হল প্রশাসন, কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল, জাককানইবি শাখা ছাত্রলীগ, জাককানইবি প্রেসক্লাব, সাংবাদিক সমিতিসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পুষ্পস্তবক অর্পন করে।

এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ সাহাবউদ্দিন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, কর্মকর্তা পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মাহমুদুল আহসান লিমনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী সমিতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে শিক্ষার্থীবৃন্দ।

এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, শোক পদযাত্রা, পবিত্র কোরআন খতম, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

পরে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার পরিবেশন করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি