ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতির পিতার প্রতিকৃতিতে ডেপুটি স্পিকার ও চিফ হুইপের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ১৫ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ শনিবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ বনানী কবরস্থানে ১৫ই আগস্টে সকল শহীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এসময় ১৫ই আগস্টের হত্যাকান্ডের অবশিষ্ট খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের মৃত্যু দন্ডাদেশ দ্রুত কার্যকার করার আহ্বান জানান ডেপুটি স্পিকার ও চিফ হুইপ।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি