ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

জাতির পিতার ভাষণ বিশ্বে এক অমূল্য দলিল: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ১২ জুন ২০২৩

জাতির পিতার ভাষণ শুধু বাংলাদেশেই নয়, সমগ্র বিশ্বে এক অমূল্য দলিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকের আগে জাতির পিতার ২০০ ভাষণ সম্বলিত ‘ভাইয়েরা আমার’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন শেষে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণগুলো সংগ্রহ করে বইটির সংকলন ও সম্পাদনা করেছেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম। বাংলাদেশ বেতারের আর্কাইভ থেকে ভাষণগুলো সংগ্রহ করে শ্রুতিলিখনের মাধ্যমে বইটিতে সংযোজন করা হয়েছে। 

প্রতিটি ভাষণের যথার্থতা ও নির্ভরযোগ্যতা যথাযথভাবে যাচাই করা হয়েছে। বইটিতে প্রতিটি ভাষণের গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করে আলাদাভাবে প্রদর্শন করা হয়েছে। এছাড়া সূচিতে ভাষণের বিষয়বস্তু, সাল ও তারিখ উল্লেখ করা হয়েছে।

মোড়ক উন্মোচন শেষে বইটি পড়ে মর্মার্থ অনুধাবন করে অনুশীলনের জন্য নতুন প্রজন্মকে আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘নতুন প্রজন্ম বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের বঙ্গবন্ধুর ভাষণ শুধু পড়া নয়, সেগুলোর মর্মার্থ অনুধাবন করে নিজ নিজ জীবনে অনুশীলন করতে হবে।’

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি