জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ সত্বেও উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা
প্রকাশিত : ১৩:০৬, ৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:০৬, ৯ এপ্রিল ২০১৬
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ সত্বেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘কেসিএনএ’ জানায়, যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। সফল পরীক্ষার পর প্রেসিডেন্ট কিম জং উন জানিয়েছেন, বিশ্বের যেকোন স্থানে এখন ধ্বসযজ্ঞ চালাতে সক্ষম উত্তর কোরিয়া। এদিকে, পিয়ং ইয়ংয়ের এসব কর্মকান্ড বিশ্বকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে এ সতর্কতার কথা জানান মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র মার্ক টোনার।
আরও পড়ুন