ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

জাতিসংঘ কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ৩১ মার্চ ২০১৮

জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আবারো যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সংস্থাটির এক নারীকর্মী অভিযোগ করেছেন, তিনি সংস্থার এক শীর্ষ কর্মকর্তার হাতে যৌন হয়রানির শিকার হয়েছেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করেন ওই নারী। শুক্রবার সাক্ষাৎকারটি যুক্তরাষ্ট্রের প্রভাবশালি গণমাধ্যম সিএনএনে প্রচারিত হয়।

সাক্ষাৎকারে মার্টিনা ব্রসট্রম নামের ওই নারী বলেন, জাতিসংঘের সহকারী মহাসচিব ড. লুইজ লরেস তাকে যৌন হয়রানি করেছেন। হয়রানির ঘটনার পর ওই কর্মকর্তা বিষয়টি মিটমাটের বিনিময়ে তাকে পদোন্নতির প্রস্তাব দেন। সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেওয়া হলেও অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন তারা।

সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ২০১৫ সালে সংস্থার এক সম্মেলন চলাকালে এক হোটেলের লিফটের মধ্যে তাকে জোরপূর্বক জড়িয়ে ধরে চুমু দেন ড. লুইজ। লিফট থেকে বের হলে তাকে নিজের কক্ষে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

বিশ্বব্যাপী জাতিসংঘের এইডস বিরোধী কর্মসূচি ইউএনএইডসের নীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেন ব্রসট্রম। অন্যদিকে লুইজ লরেস ইউএনএইডসের উপ-নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় চলতি সপ্তাহেই চাকরি ছেড়েছেন লরেস।

তবে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের হাতে নারী কর্মীদের যৌন হয়রানির ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হয়। হয়রানির শিকার হওয়ার পরও চাকরি চলে যাওয়ার ভয়ে কেউ মুখ খোলে না। অনেকেই ভয়ের দেয়াল ডিঙিয়ে ফাঁস করেন শীর্ষ কর্মকর্তাদের অসহনীয় হয়রানির কাহিনী। সূত্র: সিএনএন

 

আর/টিতে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি