ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরাইলের হামলা ‘অগ্রহণযোগ্য’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৪, ১১ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

ইইউ প্রধান চার্লস মিশেল শুক্রবার জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন।

শান্তি রক্ষীরা জানান, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে তাদের সদর দফতরে হামলা চালিয়েছে। ভিয়েনতিয়ান থেকে এএফপি এ খবর জানায়।

লাওসে দক্ষিণ-পূর্ব এশীয় শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট এএফপিকে বলেন, ‘জাতিসংঘের শান্তি মিশনের ওপর হামলা দায়িত্বহীনতা এবং এটি অগ্রহনযোগ্য। সে কারণেই আমরা ইসরাইল ও সকল পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইনকে পুরোপুরি সম্মান করার আহ্বান জানাচ্ছি।’

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি