ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের দৃষ্টিভঙ্গি তুলে ধরল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মিয়ানমার থেকে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি জাতিসংঘে তুলে ধরেছে যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের একটি সংসদীয় দল।

জাতিসংঘে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক শুনানিতে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিশ্ব সম্প্রদায়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে দলটি। এছাড়া এটিকে একটি মানবিক ইস্যু হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এবং জাতিসংঘের উদ্যোগে ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি এই শুনানি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার এই প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

‘ইউএন মাল্টি স্টেকহোল্ডার হিয়ারিং অ্যান্ড পার্লামেন্টারি হিয়ারিং এট দ্যা ইউনাইটেড ন্যাশনস’ নামে এই শুনানিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান নেতৃত্ব দেন। তার সঙ্গে রয়েছেন আট সদস্যদের বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে আরও রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মুন্নুজান সুফিয়ান, কমিটির সদস্য আনোয়ারুল আবেদীন খান, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক খন্দন্দাকার প্রিন্স, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফখরুল ইমাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আয়েন উদ্দিন ।

এছাড়া প্রতিনিধি দলে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও যুগ্ম সচিব নীতিশ চন্দ্র সরকার উপস্থিত রয়েছেন।

প্রতিনিধি দল ২৪ ফেব্রুয়ারি দেশে ফিরবে বলে জাতীয় সংসদের জনসংযোগ অধিশাখা থেকে জানানো হয়েছে।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি