জাতিসংঘে হিউম্যান রাইটস হিরো অ্যাওয়ার্ড পেল ফাতিহা আয়াত
প্রকাশিত : ১৭:১৯, ৯ জুলাই ২০২৩
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ইকোসক চেম্বারে বৃহস্পতিবার (৬ জুলাই) থেকে শুরু হয়েছে ১৭তম হিউম্যান রাইটস ইয়ুথ সামিট। এটি ৮ জুলাই শেষ হয়।
এই সামিটে এ বছর ১১৩টি দেশ থেকে অর্ধ শতাধিক ডিপ্লোম্যাট ও তিন শতাধিক ডেলিগেট উপস্থিত হয়। কনফারেন্সের প্রথম দিন ইয়ুথ ফর হিউম্যান রাইটস এর প্রসিডেন্ট ড. মেরি শাটলওয়ার্থ উপস্থিত থাকেন। এ সময় তিনি ১১ বছর বয়সী চাইল্ড রাইটস একটিভিস্ট বাংলাদেশি ফাতিহা আয়াতকে হিউম্যান রাইটস হিরো অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করেন।
এ সময় ফাতিহা আয়াত তার বক্তব্যে কাশ্মীর, প্যালেস্টাইন, উইঘুর, সিরিয়ার মত দেশগুলোতে মুসলিম নির্যাতনের কথা তুলে ধরেন। বিশ্বে মানবাধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
ইয়ুথ মেকিং হিউম্যান রাইটস আ রিয়েলিটি শীর্ষক প্যানেলে একজন বাংলাদেশি ডেলিগেট হিসেবে ফাতিহা বন্যা, ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙ্গন কিভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীদের ফোর্সড লেবার, আর্লি ম্যারেজ, ইলিগ্যাল ট্রাফিকিং ও জেন্ডার বেইসড ভায়োলেন্সের মত নানাবিধ হিউম্যান রাইটস ভায়োলেশনের ঝুঁকিতে ফেলছে এসব বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানে ফাতিহার আগে বক্তব্য রাখেন ১৯৯৬ সালে শান্তিতে নোবেল জয়ী বর্তমানে পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা।
বিগত বছরগুলোতে এই পুরষ্কার পেয়েছেন ইরাকের সুফিয়ান হোসাইন, গাম্বিয়ার এনফামারা জাওনেহ, ইতালির এলিনা মার্টিন, যুক্তরাষ্ট্রের জেনা এলফম্যান, ইরানের নাজানিন আফসিন, ভারতের শীনা চৌহান, পাপুয়া নিউ গিনি’র অগাস্টিন ব্রেন এবং তাইওয়ানের চেইন হং।
হিউম্যান রাইটস ইয়ুথ সামিটে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রাজ্ঞ ব্যক্তিরা বিভিন্ন প্যানেল আলোচনায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে রয়েছেন- আলবেনিয়ার জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এইচ ই ফ্রিট হোক্সা, কঙ্গোর জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি জর্জেস এনজোনগোলা নাতালাজা, পেরুর সিজার ভ্যালেজো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াল্টার এনরিকে জাভালেটা শ্যাভেজ, কানাডার ইয়র্ক আঞ্চলিক পুলিশ পরিদর্শক কলিন আলেক্সজান্ডারসহ অনেকে।
এছাড়া বিভিন্ন দেশের ইয়ুথ এবং সিনিয়র ডেলিগেটরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া এবং নিজ দেশের পরিস্থিতি তুলে ধরেন। এই কনফারেন্সে বিশ্বের নানা প্রান্তের মানুষের সম্মিলন ঘটে। একে অপরের মাঝে তথ্য আদান প্রদান এবং পরিস্থিতির শিকার মানুষের জন্য কিছু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
বিশ্বের নানা প্রান্তে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে, সেল্ফ সার্ভিসকে আরও এগিয়ে নেয়ার আহ্বান জানান ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট ড. মেরি শাটলওয়ার্থ।
কেআই//
আরও পড়ুন