ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

জাতিসংঘের তালিকায় পাকিস্তানের ১৩৯ সন্ত্রাসী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৬, ৪ এপ্রিল ২০১৮

জাতিসংঘের করা সন্ত্রাসের তালিকায় পাকিস্তানের ১৩৯ জনের নাম নতুন করে উঠে এসেছে। গত মঙ্গলবার জাতিসংঘ তার সন্ত্রাসের তালিকা আপডেট করে। সেখানেই নতুন করে ১৩৯ পাকিস্তানির নাম উঠে এসেছে।

নতুন করে তালিকায় উঠে আসা পাকিস্তানিরা হলেন, আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি, ভারতের দাউদ ইব্রাহিম, জামায়াত-দাওয়া প্রধান হাফিজ সাঈদ ও তার ডেপুটি আবদুস সালাম ও জাফর ইকবাল।

এ ছাড়া নতুন সন্ত্রাসের তালিকায় থাকা সংঠনগুলো হলো, আল রশিদ ট্রাস্ট, হরকাতুল মুজাহিদিন, ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তান, ওয়াফা হিউমেনিটেরিয়ান অর্গানাইজেশন, রবিতা ট্রাস্ট, উম্মাহ তামির নাউ, আফগান সাপোর্ট কমিটি, লস্কর-ই জংবি, আল-হারমাঈন ফাউন্ডেশন, ইসলামিক জিহাদ গ্রুপ, তেহরিক-ই-তালেবান-আল আক্তার ট্রাস্ট ইন্টারন্যাশনালসহ আরও বেশ কয়েকটি সংগঠন।

সূত্র: জি নিউজ
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি