ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা

বিকেলে শুভেচ্ছা বিনিময়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ৩০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে প্রধান জমাতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন তিনি।

রোববার (৩০ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়া ঈদের দিন বিকেল ৪টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
 
প্রসঙ্গত, আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি