ঢাকা, শনিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১১:০৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বৈঠক করবে বিএনপি। শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার বিকেল ৩টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেবে বিএনপি।

শায়রুল কবির জানান, শনিবার বিকেলে ৩টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনাতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি