ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

জাতীয় উৎপাদনশীলতা বাড়াতে সরকার এখন কর্মমুখি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে: কৃষিমন্ত্রী

প্রকাশিত : ১৫:৫৭, ২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:৫৭, ২ অক্টোবর ২০১৬

জাতীয় উৎপাদনশীলতা বাড়াতে সরকার এখন কর্মমুখি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী। রোববার রাজধানিতে জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, উৎপাদনশীতা না বাড়াতে পারলে বিশ্ববাজারে প্রতিযোগীতায় আমরা পিছিয়ে যাবো। এসময় কৃষি খাতের উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক, হালকা ও টেকসই যান্ত্রপাতি উদ্ভাবনের কথাও বলেন মন্ত্রী। আর এফবিসিসিআই সভাপতির মতে, দক্ষ জনবল না থাকায় বিদেশ থেকে জনবল এনে দেশের শিল্প কারখানা চালাতে হচ্ছে, যাতে বছরে ব্যায় হচ্ছে ৬ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি