জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমার্বতন
প্রকাশিত : ১১:২১, ১৯ এপ্রিল ২০১৭ | আপডেট: ১১:২২, ১৯ এপ্রিল ২০১৭
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমার্বতনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ।
সমাবর্তনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস। প্রথম সমাবর্তনে ১৩’শ ৯৯ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করবেন এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সর্বোচ্চ নম্বরধারী ২৯ জন শিক্ষার্থীকে ৩২টি স্বর্ণপদক দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পুরানো খেলার মাঠে এরমধ্যেই শেষ হয়েছে মঞ্চ, প্যান্ডেল ও দুটি হেলিপ্যাড নির্মাণের কাজ। বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বুধবার দুপুর আড়াইটায় সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে।
আরও পড়ুন