ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জাতীয় কবির জন্মদিনে গুগল আনলো বিশেষ ডুডল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫, ২৫ মে ২০২০

আজ ১১ জ্যৈষ্ঠ, ২৫ মে। বাংলা  সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকী। তার জন্মদিন উপলক্ষে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল বিশেষ ডুডল প্রকাশ করেছে।

ইন্টারনেটের মাধ্যমে গুগলে (www.google.com) গেলে কিংবা সরাসরি (www.google.com.bd) ঠিকানায় ঢুকলে ভেসে উঠছে কাজী নজরুল ইসলামকে নিয়ে করা ডুডলটি। এতে গুগলের বিভিন্ন অক্ষরগুলোকে সাজানো হয়েছে বিশেষভাবে। যেখানে দেখা যাচ্ছে নজরুলের হাতে থাকা একটি খাতা থেকে তার লেখার পৃষ্ঠাগুলো উড়ে উড়ে গিয়ে গুগলের লোগো তৈরি করেছে। ডুডলে কবি নজরুলকে সাদা টুপি, চোখে চশমা আর বাবরি দোলানো চুলে দেখানো হয়েছে।

কাজী নজরুল ইসলামের জন্ম ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। সৈনিক হিসেবে ১৯১৭ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া নজরুল কাজ করেছেন সাংবাদিক হিসেবেও। অসহযোগ আন্দোলনে তাঁর লেখা বিখ্যাত সব কবিতার জন্য তিনি বিদ্রোহী হিসেবে পরিচিতি পান। 

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৬ সালে কবিকে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব প্রদান ও জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি