ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

জাতীয় কবির সমাধিতে গানের সুরে ঈদ উদযাপন

প্রকাশিত : ১৬:৩৪, ৬ জুন ২০১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে গান গেয়ে ঈদ উদযাপন করা হয়েছে।

বুধবার ‘নজরুল-প্রমীলা পরিষদ’র এর আয়োজনে ‘ও মোর রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানের সুরে ঈদ উদযাপন করেছেন দেশ বরেণ্য কবি-সাহিত্যিক-সাংবাদিকসহ বিশিষ্টজনরা।

এ উৎসবে কবি এম আর মনজু, ছড়াকার মানসুর মুজাম্মিল, ডা. এম এ মুক্তাদীর, কলামিস্ট মোমিন মেহেদী, নাট্যকার হানিফ খান, কথাশিল্পী শান্তা ফারজানা, সংগঠক গোলাম মোস্তফা ভূইয়া, কবি সাঈদ জুবায়ের, আবদুস সালাম চৌধুরী, মতিয়ারা চৌধুরী মিনু, এনামুল হক, মনিরুল ইসলাম, জিয়াউদ্দীন বাবলু, বিমল সহা, রিবা, পার্থ কায়সার প্রমুখ লেখা পাঠ ও আলোচনা করেন। ঈদ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যকার লুৎফুল আহসান বাবু।

এদিন বিকালে উৎসবে ডা. এম এ মুক্তাদীর ‘আপ্যায়নের করাণ’ এবং মোমিন মেহেদী ক্রাইম নিউজের ঈদ সংখ্যা উপস্থিত লেখকদের হাতে তুলে দেন।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি