ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন

প্রকাশিত : ১৯:১৩, ২৯ এপ্রিল ২০১৯

জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়েছে সোমবার। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অধিনায়ক মাশরাফি মুর্তজার হাতে বিশ্বকাপ জার্সি তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

জার্সি উন্মোচনের পর শুরু হয় ফটোসেশন। বিশ্বকাপ দলে থাকা প্রত্যেক ক্রিকেটার আলাদাভাবে ফটোসেশনে অংশ নিয়েছেন। পাশাপাশি দলীয় ফটোসেশন তো ছিলই। বিসিবির পরিচালকদের সঙ্গেও বিশ্বকাপ দলের সদস্যরা ফটোসেশনে অংশ নিয়েছেন।

বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য দুই ধরনের জার্সি তৈরি করা হয়েছে। একটাতে লাল এবং অন্যটাতে প্রাধান্য দেওয়া হয়েছে সবুজ রং। এবারের জার্সির আদল অনেকটা ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো।

এবারও বাংলাদেশের রেপ্লিকা জার্সি বিক্রি করার স্বত্ব পেয়েছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইন। কয়েক বছর ধরে এই প্রতিষ্ঠানটিই তৈরি করে আসছে জাতীয় দলের জার্সি।

বাংলাদেশ দলের জার্সির দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ১৫০ টাকা। মূল জার্সির পাশাপাশি অ্যাওয়ে জার্সি এবং অনুশীলন জার্সি নির্ধারিত দোকান থেকে কিনতে পারবেন ক্রেতারা। ফ্যাশন হাউস অঞ্জনস ও জেন্টলপার্কের সব আউটলেটে বিক্রি হবে বাংলাদেশ দলের জার্সি। এছাড়া অনলাইন শপ ক্রিকশপ বিডি ও জার্সি ফ্রিক বিডিতে জার্সি পাওয়া যাবে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি