ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

জাতীয় চার নেতার সমাধিতে আ.লীগের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ৩ নভেম্বর ২০১৯

জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

আজ রোববার (৩ নভেম্বর) সকাল ৮টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বনানীতে অবস্থিত জাতীয় চার নেতার সমাধিতে এ শ্রদ্ধা জানানো হয়।

এসময় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে  দোয়া ও মুনাজাত করা হয়।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও দলের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে দলটির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন।

এর আগে দিবসটি পালনে আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টায় বঙ্গবন্ধু ভবন, দলীয় কার্যালয়সহ দেশের সর্বত্র সংগঠনের শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়।

সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শ্রদ্ধা নিবেদন শেষে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

এছাড়া, বেলা ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি