ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় জাদুঘরে দুই দিনের নজরুল উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনের উৎসব।

শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই উৎসব চলবে। এর আয়োজন করেছে বাংলাদেশ নজরুলসঙ্গীত সংস্থা।

সংস্থার সভাপতি খালিদ হোসেন ও সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল জানান, দুই দিনের এ আয়োজনে থাকছে জাতীয় কবির কালজয়ী সৃষ্টি নিয়ে সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। শুধু উদ্বোধনী দিনে থাকবে বিশেষ কথন। এ আয়োজনে বিশেষ সম্মাননাও জানানো হবে ভারতীয় নজরুলসঙ্গীত শিল্পী মায়া রায়কে।

শুদ্ধ নজরুলসঙ্গীত চর্চা, প্রসার, প্রচার ও গবেষণায় অবদান রাখার জন্য তাকে এবার সম্মানিত করা হবে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি