ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

জাতীয় দলে খেলা নিয়ে আফ্রিদিকে যা জানালেন তামিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ৪ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৫:৪৯, ৪ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ ক্রিকেট দলের দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার ব্যাটে ভর করে বহু ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। তবে অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন দেশসেরা এই ওপেনার। আদৌ তিনি ফিরবেন কিনা, কিংবা অবসর নিচ্ছেন কিনা; সেই ধোঁয়াশা কাটেনি। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যেতে পারে তামিমকে।

আর আগামী মাসেই মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্ট দিয়ে জাতীয় দলে ফিরতে পারেন তামিম ইকবাল -এমন গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তামিম।
 
জাতীয় দলে আর ফেরার সম্ভাবনা নেই তামিমের। পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদির একটি ইউটিউব ব্লগে এমন কথা বলতে শোনা গেছে তামিমকে।

সম্প্রতি তামিম ইকবালের সঙ্গে জাতীয় দলে খেলার বিষয়ে আলাপ হয়েছে শহিদ আফ্রিদির। বিপিএলে চট্টগ্রাম কিংসের মেন্টর ও অ্যাম্বাসেডর হিসেবে এসেছেন এই পাকিস্তানি কিংবদন্তি। বিপিএল খেলতে আসা মোহাম্মদ নবিসহ বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে নৈশভোজ করছিলেন আফ্রিদি। সেখানে উপস্থিত ছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ও আফ্রিদির জামাতা শাহিন আফ্রিদিও।

পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার নিজের ইউটিউবে ভ্লগ প্রকাশ করে আসছেন আগে থেকেই। তেমনই একটি ভিডিও দিয়েছেন গতকাল (শুক্রবার) রাতে। যেখানে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবির সঙ্গে আফ্রিদিকে নৈশভোজ করতে দেখা যায়। পাশে বসে ছিলেন তামিম এবং শাহিন আফ্রিদিও। খাওয়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তামিম-আফ্রিদি ও নবিরা। তারই মাঝে আফ্রিদি তামিমের কাছে জানতে চান, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? (আন্তর্জাতিক ক্যারিয়ার) শেষ?’

পাশে চেয়ারে বসেই ব্যাট নাড়ানাড়া করছিলেন তামিম। তিনি সাবেক পাক ক্রিকেটারের প্রশ্নের জবাবে বলেন,‘জাতীয় দল থেকে…জাতীয় দলে আর খেলছি না।’ পরে একপর্যায়ে তামিমও আফ্রিদিকে জিজ্ঞেস করেন— তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কি না! জবাবে পাক কিংবদন্তি মজা ও খোঁচা দিয়ে বলেন, ‘আরে তোমাদের অবস্থা তো দেখতেছি, আমি (রাজনীতিতে) আসতেছি না।’ তখন সবাই সমস্বরে হেসে ওঠেন।

চলমান বিপিএলে তামিমের নেতৃত্বে ফরচুন বরিশালে খেলছেন নবি ও শাহিন আফ্রিদিরা। অন্যদিকে, শহীদ আফ্রিদি আছেন চিটাগাং কিংসের ব্র‌্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। মোহাম্মদ নবির আমন্ত্রণেই তিনি হাজির হন কালকের নৈশভোজে, পরে সেখানে যোগ দেন তামিম-শাহিনরা। ভিডিওতে আফ্রিদিকে নবির অবসর প্রসঙ্গেও জানতে চাওয়া হয়। প্রথমে ইতস্তত করলেও পরে আফগান তারকা বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে থেকে অবসর নেব, এরপর টি-টোয়েন্টিই খেলব শুধু।’

তবে এ নিয়ে আপত্তি জানান আফ্রিদি। চিটাগাং কিংসের এই মেন্টর বলেন, ‘তুমি এখনও তরুণ, খেলতে থাকো, অবসর নেওয়ার কী প্রয়োজন। এখনও ভালো খেলছ, অনুশীলনে সময় দিচ্ছ অনেক।’ পরবর্তীতে আফ্রিদি তার বাসায় তামিমসহ অন্যদের খাবারের আমন্ত্রণ জানান। তামিমও করাচির বিরিয়ানির প্রশংসা করেন। এর আগে কিছুদিন আগে বাংলাদেশি এই তারকা কেবলই বিপিএলে মনোযোগ রাখছেন বলে জানান। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পরিকল্পনা কিংবা বিসিবির সঙ্গেও আলোচনা হয়নি বলে নিশ্চিত করেন তামিম।

প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারতের ম্যাচগুলো হবে হাইব্রিড মডেলে, দুবাইয়ের মাটিতে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা মাঠে নামবে। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সঙ্গী ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি