ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় নির্বাচনেও বিএনপি প্রত্যাখ্যাত হবে : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৯, ২৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

জ্বালাও পোড়াওয়ের কারণে সিটি নির্বাচনসহ জাতীয় নির্বাচনেও বিএনপি প্রত্যাখ্যাত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পদাক ওবায়দুল কাদের।

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুরে অনুষ্ঠিত নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দ্বিগুণ ভোটে জয়ী হবে বলে আশা প্রকাশ করেন। 

ইভিএম মেশিনের দুই কেন্দ্রের ফলাফল তুলে ধরে তিনি বলেন, ইভিএমে প্রাপ্ত ফলাফল অনুসারে বলা যায়, দ্বিগুণ ভোটে নৌকা প্রতীক গাজীপুরে জয়লাভ করবে।

ধারাবাহিক উন্নয়নের কারণেই জনগণ আমাদের সমর্থন করছে বলে তিনি মন্তব্য করেন।

ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, উন্নয়ন আর অগ্রযাত্রার প্রতি জনগণের এ সমর্থন জাতীয় নির্বাচনেও অব্যাহত থাকবে।

১০০ টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের  বের করে দেওয়া হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে তিনি তার চ্যালেঞ্জ করেন।

তিনি বলেন, গাজীপুর এবং নয়া পল্টন সকাল থেকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। আদতে এর কোনো ভিত্তি নেই।

ওবায়দুল কাদের বলেন, পুরনো এবং মুখস্থ কিছু কথা তারা অতীতের মতো আজকেও বলেছে। তাদের এজেন্টরা যদি নাই আসে তাহলে কী করে তাদের বের করে দেওয়া হয় পাল্টা প্রশ্ন করেন কাদের।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি