ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

জাতীয় পার্টির সমাবেশ প্রতিহত করার ডাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ১ নভেম্বর ২০২৪

স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে শনিবার (২ নভেম্বর) সমাবেশ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতা। শুক্রবার (১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সমাবেশের মধ্য দিয়ে জাপা, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় অভিযোগ করে দুটি দলকেই নিষিদ্ধের দাবি জানায় তারা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, জাতীয় পার্টিকে শনিবার সমাবেশ করতে দেয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার আরেকটি চক্রান্ত।

তিনি বলেন, জাতীয় পার্টি আগামীকাল সমাবেশের ঘোষণা দিয়েছে। আমাদের কাছে খবর আছে তারা দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ক্যাডার বাহিনী নিয়ে এসে সমাবেশ করবে। এসময় তিনি জাতীয় পার্টির নেতাদের গ্রেপ্তারের দাবি জানান।

বিন ইয়ামিন মোল্লা বলেন, গতকাল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী পূর্বপরিকল্পনা অনুযায়ী জাতীয় পার্টির কার্যালয়ে জড়ো হয়েছিল। আমরা কাকরাইলে পৌঁছানো মাত্রই আমাদের ওপর তারা অতর্কিত হামলা করে। আপনারা শুনেছেন, জাতীয় পার্টি আগামীকাল সমাবেশের ঘোষণা দিয়েছে। আমাদের কাছে খবর আছে, তারা দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ক্যাডার বাহিনী নিয়ে এসে সমাবেশ করবে। আমরা বার বার আল্টিমেটাম দিচ্ছি, যেন ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধ করা হয়। তারা বিভিন্ন রূপে ফেরার চেষ্টা করছে।

এদিকে বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার আগুন দেয়া ও ভাংচুরের ঘটনার প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, যারা জীবনে সংসদে যায়নি, তাদের আস্ফালনে আমরা ভীত নই। জনগণের মনে আমাদের যে জায়গা আছে তা কেউ ধ্বংস করতে পারবে না।

এ সময় ওই ঘটনার প্রতিবাদে আগামীকাল শনিবার (২ নভেম্বর) দুপুরে কাকরাইলে গণসমাবেশ করার ঘোষণাও দেন তিনি।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি