ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

‘জাতীয় পুরস্কার ফিরিয়ে দেওয়ার খবর মিথ্যা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ৪ অক্টোবর ২০১৮

গত বছর সেপ্টেম্বরে নিজের বাড়ির সামনেই খুন হন ভারতের প্রখ্যাত সাংবাদিক গৌরী লঙ্কেশ। দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী রাজনীতির কড়া সমালোচক ছিলেন তিনি। তার জেরেই তাকে খুন হতে হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়। গত ১০ মাসে একাধিক ব্যক্তিকে এই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলেও এখনও মামলার সুরাহা হয়নি। তবে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্তকে।

স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমের পক্ষে জানানো হয়েছে তদন্ত প্রক্রিয়া প্রায় শেষের মুখে। যে ব্যক্তি গৌরী লঙ্কেশকে হত্যা করেছিল আর যে তাকে আশ্রয় দিয়েছিল-দু’জনেই এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছে। এছাড়া ষড়যন্ত্রে যারা যুক্ত ছিল তাদেরও একে একে গ্রেপ্তার করা হয়েছে। কেউ কেউ অন্য রাজ্যে গা-ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল। যদিও গোয়েন্দাদের চোখে ধুলো দিতে পারেনি।

ফরেনসিক রিপোর্টে জানা যায়, যে বন্দুক দিয়ে অধ্যাপক কালবুর্গিকে হত্যা করা হয়েছিল, তা দিয়েই খুন করা হয় গৌরী লঙ্কেশকে।

এদিকে এতো কিছুর পরেও সাংবাদিক গৌরী লঙ্কেশের মৃত্যু নিয়ে চুপ সে দেশের প্রশাসন। ঘটনায় ক্ষুব্ধ দেশটির বুদ্ধিজীবীমহল। একই সঙ্গে এজন্য ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা প্রকাশ রাজ। তিনি একজন জাতীয় পুরস্কার পাওয়া অভিনেতা। তিনি বলেন, জাতীয় পুরস্কার ‘আরও বড় কোনও অভিনেতা’-র পাওয়া উচিত। তার নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকেই জল্পনার সূচনা। খবর রটে, প্রকাশ রাজ নাকি জাতীয় পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন। এবার সেই জল্পনার অবসান ঘটালেন অভিনেতা।

তিনি বলেন, ‘আমি এত বড় বোকা নই যে জাতীয় পুরস্কার ফিরিয়ে দেব। ওটা আমি আমার কাজের জন্য পেয়েছি। এর জন্য আমি গর্বিত।’

অভিনেতা আরও জানান, ‘তিনি জাতীয় পুরস্কার ফিরিয়ে দেওয়ার খবরটি জানতে পারেন টেলিভিশনের স্ক্রল দেখে। তখন খুব হাসি পেয়েছিল তার। গৌরী লঙ্কেশের খুন তাদের সবাইকে ধাক্কা দিয়ে গিয়েছে। তিনি স্টেজে কথাটি বলেছিলেন। কিন্তু কেউ জানে না কে বা কারা তাকে মেরেছে। কিন্তু তার মৃত্যু কারা উদযাপন করছে তা তো সবাই দেখতেই পাচ্ছে। তিনি শুধু সেই লোকগুলোর উপরেই তার রাগ দেখিয়েছেন। আর কিছু নয়। কিন্তু তার সেই বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জানান।

তিনি বলেছিলেন, দেশের প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদি কীভাবে চুপ থাকতে পারেন, সেকথাই তিনি বলেছেন। প্রধানমন্ত্রীর নীরবতা তাকে ব্যথিত করেছে। কী বলা হয়েছে আর কী বলা হয়নি, তা সবার বোঝা উচিত।

সূত্র : সংবাদ প্রতিদিন

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি