জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩’র পুরস্কার বিতরণ
প্রকাশিত : ১৪:৩৬, ১২ ফেব্রুয়ারি ২০২৩
বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আয়োজিত ১৩তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩’র সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সহ-সভাপতি প্র্রফেসর ড. জহুরুল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৩ এর আহ্বায়ক ইমেরিটাস প্রফেসর ড. এম শমশের আলী, সেক্রেটারি প্রফেসর ড. হাসিনা খান, বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সম্মানিত ফেলোবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সারাদেশের বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমন্বয়কারীগণ।
এছাড়া উক্ত অনুষ্ঠানের মিডিয়া পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এএইচ
আরও পড়ুন