ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

জাতীয় যুবদিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২, ১ নভেম্বর ২০২৪

আজ ১ নভেম্বর, জাতীয় যুবদিবস। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে ‘জাতীয় যুবদিবস-২০২৪’ পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।’

জাতীয় যুবদিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। 

বাণীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন বাংলাদেশ’র অন্তর্বর্তী সরকার যুবদের স্বপ্নপূরণে প্রতিজ্ঞাবদ্ধ। প্রতি বছরের ন্যায় এবারও ‘জাতীয় যুব দিবস- ২০২৪’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে ড. ইউনূস। দেশের যুবসমাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

প্রতিবছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ক্যাটাগরিতে ১৭ টি পুরস্কার দেবে মন্ত্রণালয়। 

জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আজ সকাল ৮টায় ত্রিমোহনিতে ‘রামপুরা খাল ও জিরানী খাল’ পরিচ্ছন্নকরণ অভিযানের শুভ উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

এছাড়াও যুব ও ক্রীড়া উপদেষ্টা সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুবদিবস উদযাপন ও পদক প্রদান করবেন।

এদিকে, গতকাল বৃহস্পতিবার রাজধানীর রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে দিবসটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি