জাতীয় শোক দিবস উপলক্ষে বিএইচবিএফসি`র ভার্চুয়াল সভা
প্রকাশিত : ২১:১৯, ১৭ আগস্ট ২০২১
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও ১৫ আগস্টের কালরাতে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গত (১৬ আগস্ট) এই ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ,এফসিএমএ।
এতে বিশেষ অতিথি হিসেব সংযুক্ত ছিলেন, কর্পোরেশন পরিচালনা পর্ষদের তিন পরিচালক, নীলুফার আহমেদ, প্রফেসর ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী ও তপন কুমার ঘোষ। পর্ষদের অন্যতম পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম সভায় সভাপতিত্ব করেন। কর্পোরেশনের সকল মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, বিভাগীয় প্রধান, জোনাল, রিজিওনাল ও শাখা ব্যবস্থাপকবৃন্দ, অফিসার কল্যাণ সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গমাতা পরিষদ ও কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ঋণ গ্রহীতা-অংশীজন ভার্চুয়ালি সভায় সংযুক্ত ছিলেন।
সভার প্রথম পর্যায়ে অফিসার কল্যাণ সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গমাতা পরিষদ এবং কর্মচারী ইউনিয়নের একজন করে প্রতিনিধি, একজন ঋণগ্রহীতা, দু’জন শাখা ব্যবস্থাপক, একজন করে রিজিওনাল ও জোনাল ম্যানেজার, একজন বিভাগীয় প্রধান ও সকল মহাব্যবস্থাপকবৃন্দ বক্তব্য রাখেন। বিশেষ অতিথিদের মধ্যে তপন কুমার ঘোষ এবং প্রফেসর ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী শোক দিবসের পূর্বাপর নিয়ে তথ্যপূর্ণ ও জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করেন। বিশেষ অতিথিদের বক্তব্যের পর পর্ষদের অন্যতম পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, স্বাধীনতা অর্জন, দেশ গঠনে তাঁর ভূমিকা এবং ১৫ আগস্টের নির্মম ট্রাজেডির বিষয়ে তথ্যপূর্ণ বক্তব্য রাখেন।
সভার প্রধান অতিথি ও পর্ষদ চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, কর্ম, তাঁর জীবনের নীতি-আদর্শ ও সোনার বাংলা কেন্দ্রিক স্বপ্ন, দেশ গঠন প্রয়াস, বিশ্ব রাজনীতিতে ভূমিকা, অর্জিত সম্মান এবং তাঁর মহাপ্রয়াণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তাদের প্রায় সকলেই বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নকে লালন এবং বাস্তবায়নের আহবান জানান। তাঁরা ১৫ আগস্টের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং এ হত্যাকাণ্ডের পরিপূর্ণ বিচার ও এর বাস্তবায়ন দাবী করেন।
কেআই//
আরও পড়ুন