ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় শোক দিবস পালন করেছে কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা যুব কমান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ১৭ আগস্ট ২০২০

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দুস্থদের মাঝে সুরক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হচ্ছে- একুশে টেলিভিশন

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দুস্থদের মাঝে সুরক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হচ্ছে- একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দুস্থদের মাঝে সুরক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করেছে কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা যুব কমান্ড। এতে শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে পথ শিশু ও এতিমদের মাঝে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবি জানান কমান্ড’র আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিরলসভাবে কাজ করারও আহবান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির সদস্য-সচিব শেখ ফরিদ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী প্রমুখ। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি