ঢাকা, সোমবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৫

জানুয়ারিতে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৮৭৮ কোটি টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৯, ২ ফেব্রুয়ারি ২০২৫

সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রার যার পরিমাণ ২৬ হাজার ৮৭৮ কোটি ৩২ লাখ টাকা। 

রোববার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারির ৩১ দিনে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন দেশে এসেছে প্রায় ৭ কোটি ৫ লাখ ডলার রেমিট্যান্স। যা আগের বছরের একই মাসের তুলনায় ৩ দশমিক ৪০ শতাংশ বেশি।

এর আগে গত ডিসেম্বরে দেশে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একক মাস হিসাবে আগে কখনোই এই পরিমাণ রেমিট্যান্স পাঠায়নি প্রবাসীরা। সেই হিসেবে চলতি জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমেছে।

সবমিলিয়ে জানুয়ারির ৩১ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৫৫ কোটি ১৫ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৬৪ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

সব মি‌লি‌য়ে চলতি অর্থবছর ২০২৪-২৫ অর্থবছরের (জুলাই-জানুয়ারি) ৭ মাসে দেশে এক হাজার ৫৯৬ কোটি ১৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি