ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাপান-সেনেগাল ২-২ গোলে ড্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১২, ২৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

নিজেদের প্রথম রাউন্ডের ম্যাচে ড্র করেছে জাপান ও সেনেগাল। আর এর মধ্য দিয়ে দুই দলই শেষ আশার বাঁচিয়ে রাখলো। নিজেদের প্রথম ম্যাচে দুই দলই জয় নিয়ে মাঠ ছেড়েছিল। পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে সেনেগাল। আর কলম্বিয়াকে একই ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করে জাপান।

একাতেরিনবার্গ এরিনায় আক্রমণাত্মক শুরু করে সেনেগাল। সূচণালগ্নে ঘন ঘন আক্রমণে জাপানকে ঠেসে ধরেন সেনেগালিজরা। ফলও হাতেনাতে পান তারা। ১১ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে ঠিকানায় বল পাঠান সাদিও মানে। পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় জাপান। মুহুর্মহু আক্রমণে সেনেগাল শিবিরে ত্রাস ছড়ান জাপানিরা। সমতায় ফিরতেও বেগ পেতে হয়নি। ৩৪ মিনিটে লক্ষ্যভেদ করে তাদের সমতায় ফেরান তাকাশি। শেষ পর্যন্ত ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরে গোল পেতে মরিয়া হয়ে উঠে সেনেগাল। তাদের প্রচেষ্টা আলোর মুখও দেখে। বিরতি থেকে ফিরে জাপানকে ছাড়িয়ে যেতে মরিয়া হয়ে উঠে সেনেগাল। তাদের প্রচেষ্টা আলোর মুখও দেখে। ৭১ মিনিটে বল জালে জড়ান মৌসা ওগুই। তবে সেনেগালের এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট সাতেক পর তাদের জালে বল জড়িয়ে তা ভেস্তে দেন কেইসুকে হোন্ডা। ৭৮ মিনিটে কিসিকো হোন্ডা গোল করে দলকে সমতায় ফেরায়।

এদিকে জয়ের আশা নিয়ে মাঠে নামলেও কোনো দলই জয় পায়নি। তবে দুদলেরই তাকিয়ে থাকতে হবে কলম্বিয়ার ম্যাচের দিকে। আজ হারলেই সেনেগাল ও জাপান দুই দলই দ্বিতীয় রাউন্ডে উঠে যেত।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি