ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

জাপানি নাগরিক হত্যা মামলার প্রধান কৌসুলী নিখোঁজ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ৩১ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:২৬, ৩১ মার্চ ২০১৮

রংপুরের বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি, জাপানি নাগরিক হোশি কুনিও ও খাদেম হত্যা মামলার প্রধান কৌসুলী রথীশ চন্দ্র ভৌমিক নিখোঁজ হয়েছেন। রথীশ চন্দ্র ভৌমিকের স্বজনরা জানান, শুক্রবার সকাল থেকে তাঁর খোজ পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে রংপুর থানায় জিডিও করা হয়েছে।

রথীশকে উদ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে রথীশকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

রথীশের স্বাজনরা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে কাজের জন্য বাইরে যাচ্ছেন বলে বাসা থেকে বেরিয়ে যান রথীশ চন্দ্র ভৌমিক। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে খোঁজ করলেও সন্ধান মেলেনি। মোবাইল ফোনটিও বন্ধ বলে জানান রথীশের স্ত্রী দীপা ভৌমিক।

প্রত্যক্ষদর্শী এক কলা ব্যবসায়ী জানান, একটি লাল রঙের মটরসাইকেলে পায়জামা-পাঞ্জাবী পরা এক ব্যক্তির সাথে বেরিয়েছিলেন তিনি।

স্থানীয়দেও অভিযোগ, খাদেম হত্যা মামলা পরিচালনা করার পর থেকে তাকে একাধিকবার হুমকি দেয়া হলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি।

পুলিশ, র‌্যাব ও পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাকে উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি বাবুল মিয়া। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বাবুবাজার রেলগেট অবরোধও করে তারা।

অ্যাডভোকেট রথীশ চন্দ্র জাপানী নাগরিক হোশি কুনিও এবং মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় সরকার পক্ষের প্রধান কৌসুলী ছিলেন। ওই দুই মামলার রায়ে ৭ জঙ্গির ফাঁসি হয়।

টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি