জাপানী নাগরিক হত্যার এক বছর পেরোলেও এখনো হত্যা মামলার বিচারকাজ শুরু হয়নি
প্রকাশিত : ১২:২৮, ৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:২৮, ৩ অক্টোবর ২০১৬
রংপুরে জাপানী নাগরিক কুনিও হোশি হত্যার এক বছর পেরোলেও এখনো হত্যা মামলার বিচারকাজ শুরু হয়নি। মামলায় এ পর্যন্ত গ্রেফতার হয়েছে ৪ জঙ্গি, পলাতক আরো ৪ আসামী। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য রংপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থাপনের তাগিদ দিয়েছেন আইনজীবীরা।
গত বছরের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়ায় জাপানী নাগরিক কুনিও হোশিকে পরপর তিনটি গুলি করে হত্যা করা হয়। তদন্ত শেষে পুলিশ ৮ জঙ্গির বিরুদ্ধে চার্জশিট দেয়। এর মধ্যে গ্রেফতার জেএমবি কমান্ডার মাসুদ রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এছাড়া তার দেয়া তথ্যে জঙ্গি খয়বর, এছাহাক ও লিটনকে গ্রেফতার করে পুলিশ।
তবে এক বছরেও চাঞ্চল্যকর এ হত্যা মামলার বিচার শুরু না হওয়ায় হতাশা রয়েছে বিভিন্ন মহলে। মামলাটি দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছেন আইনজীবীরা।
পুলিশ বলছে, মামলার বাকি ৪ আসামী রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জঙ্গি আহসান উল্লাহ আনছারী, নজরুল ইসলাম, বাইক হাসান ও সাখাওয়াত হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
কুনিও হোশির হত্যাকারি জঙ্গিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।
আরও পড়ুন