ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জাপানে আগুন কেড়ে নিল ১১ বৃদ্ধার প্রাণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ১ ফেব্রুয়ারি ২০১৮

জাপানের উত্তরাঞ্চলীয় একটি প্রদেশের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে হোক্কায়ডো প্রদেশের সাপ্পোরো সিটিতে আগুন লাগলে এ হতহতের ঘটনা ঘটে। এদিকে আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাত ১১ টা ৪০ মিনিটের দিকে কাঠের তৈরি তিনতলা ওই বৃদ্ধাশ্রমটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি থেকে আগুনের সূত্রপতা হয়েছিল, সে ব্যাপারে কিছুই বলতে পারেনি তারা।

জানা যায়, স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন জাপানের কর্ম ও গৃহহীন বৃদ্ধদের জন্য এই আশ্রয়কেন্দ্রটি তৈরি করে। সেখানে পঞ্চাশোর্ধ্ব ১৬ জন বৃদ্ধ বসবাস করতেন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জনই ঘটনাস্থলে মারা যান। বাকি ৫ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সূত্র: সিনহুয়া
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি