ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জাপানে জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসছেন বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ২১ মে ২০২৩

জাপানের হিরোশিমা শহরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আজ বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বিষয়টি নিশ্চিত করেছেন। 

জাপানের সময় দুপুর ২টা ১৫ মিনিটে হতে যাওয়া এ বৈঠকে স্থান পাবে অনেক কিছু। পরে, পৃথকভাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন এ দুই নেতা। 

ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট বাইডেন জাপানে বসেই ইউক্রেনের জন্য ৩৭ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা দেবেন। এর আওতায় কামান, গোলাবারুদ ও হিমার্স রকেট লাঞ্চার থাকবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি