ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

জাপানে ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি সতর্কতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ১ জানুয়ারি ২০২৪

জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৪। 

ভূমিকম্পের পর পরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। লোকজনকে উঁচু জায়গায় সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।  

ইশিকাওয়া অঞ্চলের নোটো এলাকায় সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানার পর জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে বলেছে, অবিলম্বে সব বাসিন্দাকে অবশ্যই উঁচু জায়গায় সরিয়ে নিতে হবে। 

কেআই//  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি