ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জাপানে মার্কিন সেনাদের অ্যালকোহল গ্রহণ নিষিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ২০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৫০, ২০ নভেম্বর ২০১৭

জাপানে অবস্থানরত সব মার্কিন সৈন্যদের অ্যালকোহল গ্রহণ নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। একইসঙ্গে জাপানের ওকাইনাওয়া দ্বীপে অবস্থানরত সব সৈন্যকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্য্ন্ত ব্যারাক থেকে বের হতে নিষেধ করা হয়েছে।

গত রোববার ওকাইনাওয়া দ্বীপে মদ্যপ অবস্থায় যুক্তরাষ্ট্রের এক সৈন্য ট্রাক চালাতে গিয়ে ছোট একটি ভ্যান গাড়িকে ধাক্কা লাগিয়ে দেন। এতে ভ্যান চালক নিহত হন। এরপর পরই এই নির্দেশনা এলো।

জাপানে অবস্থানরত মার্কিন সৈন্যদের প্রায় অর্ধেক ওকাইনাওয়া দ্বীপে অবস্থান করছে বলে জানা যায়।

দূর্ঘটনার পর থেকে ওই দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের সৈন্যদের ফিরিয়ে নেওয়ার দাবি উঠেছে । স্থানীয় মার্কিন সৈন্যদের উপস্থিতি মানতে পারছে না। মার্কিন সৈন্যদের প্রত্যাহারের দাবিতে তারা বিভিন্ন প্লে কার্ড্ নিয়ে তারা রাস্তায় বেরিয়ে আসেন।

এক বিবৃতিতে মার্কিন সেনা কর্তৃপক্ষ জানায়, ওকাইনাওয়াতে দুর্ঘটনার পেছনে অ্যালকোহলের প্রভাব থাকতে পারে। তাই সেনাদের অ্যালকোহল গ্রহণ নিষিদ্ধ করা হলো।

এদিকে জাপানে অবস্থানরত সেনাদের খুব শিগগিরই অ্যালকোহল গ্রহণের ঝুঁকি, ব্যবস্থাপনা ও গ্রহণযোগ্যতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। সব সৈন্যের উপস্থিতি এখানে বাধ্যতামূলক করা হয়েছে।

প্রসঙ্গত, ওকাইনাওয়া জাপানের ৬৪০ কিলোমিটার দূরে অবস্থিত একটি দ্বীপ। দ্বীপে যুক্তরাষ্ট্রের ২৬ হাজার সৈন্য রয়েছে।

সূত্র: বিবিসি

এমজে / এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি