জাপানের ‘অর্ডার অব রাইজিং সান’ পেলেন জামিলুর রেজা
প্রকাশিত : ১৬:৫১, ৫ নভেম্বর ২০১৮
জাপানের ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেইস উইথ নেক রিবন’ সম্মাননা পেয়েছেন জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। জাপান সরকার শনিবার ১৩৫ জন বিদেশিকে এ সম্মাননা দেয়। এদিকে ঢাকায় জাপান দূতাবাসের সাবেক কর্মী রিতসুকু আবেদিনকে ‘দি অর্ডার অব দ্য সেকরেড ট্রেজার, সিলভার রেইস’ সম্মাননায় ভূষিত করেছে সে দেশের সরকার। ঢাকায় জাপান দূতাবাস রোববার এ তথ্য জানায়।
জানা গেছে, দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে জাপান ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উৎসাহিত করতে এবং জাপানের ‘সরকারি উন্নয়ন সহযোগিতা’ (অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, সংক্ষেপে ওডিএ) সুষ্ঠুভাবে বাস্তবায়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ড. জামিলুর রেজা চৌধুরীকে ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেইস উইথ নেক রিবন’ সম্মাননা দেওয়া হয়েছে। তিনি যমুনা বহুমুখী সেতু প্রকল্প, চট্টগ্রাম বিমানবন্দর উন্নয়ন প্রকল্প, ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টসহ অনেক জাপানি প্রকল্পে সিভিল ইঞ্জিনিয়ারিং খাতে সহযোগিতা করেছেন। তিনি এসব প্রকল্পে জাপানি প্রযুক্তি প্রবর্তন ও কঠিন প্রকৌশল কাজকে সম্ভব করেছেন। ২০১৩ সালে তিনি ‘জাইকা রিকোগনিশন অ্যাওয়ার্ড’ পান। এ ছাড়া তিনি জাপান ও বাংলাদেশের মধ্যে শিক্ষা খাতে বিনিময়কে উৎসাহিত এবং জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করেছেন।
এসএইচ/