ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জাপানের কাছেও হারলো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ১৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ১২:০৯, ১৬ অক্টোবর ২০১৭

প্রস্তুতি ম্যাচে জাপানের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ হকি দল। এশিয়া কাপ হকি টুর্নামেন্টের মূল পর্বে এসে পাল্টে গেল দৃশ্যপট। গতকাল রবিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে জাপান।

আসরে পরাজয়ের বৃত্ত থেকে বের হয়ে আসতে পারছেনা স্বাগতিক বাংলাদেশ। এর আগে প্রথম দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাছেও হেরেছে জিমিরা। দুই দলের কাছেই হেরেছিল তারা ৭-০ গোলের ব্যবধানে। তবে কাল অবশ্য পরাজয়ের ব্যবধানটা কম।

ম্যাচের ২২ মিনিটে কেনজি কিতাজাতোর হিটে এগিয়ে যায় জাপান । ঠিক ছয় মিনিট পর পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচের সমতা নিয়ে আসে বাংলাদেশ (১-১)। গোলদাতা মামুনুর রহমান চয়ন। এবারের আসরে এটি বাংলাদেশের করা প্রথম গোল। ম্যাচের ৫৯ মিনিটে অনেকটা একক প্রচেষ্টায় কেনতা তানাকা গোল করে জাপানকে ২-১ গোলে এগিয়ে দেন। পরের মিনিটে তানাকা আবারো গোল করলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় জাপানের।

দিনের আরেক ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে ভারত।

 

এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি