জাপানের জলসীমায় নৌকা উল্টে নিখোঁজ ৭
প্রকাশিত : ১৩:২৫, ৬ মার্চ ২০২৩
জাপান নিয়ন্ত্রিত বিতর্কিত সেনকাকু দ্বীপপুঞ্জে নৌকা উল্টে সাত জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
জাপানের কোস্টগার্ড সোমবার এ কথা জানিয়ে বলেছে, তারা নিখোঁজ সাতজনকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে।
কোস্টগার্ড মুখপাত্র কেইসুকে নাকাও বলেছেন, জাপানী নৌবাহিনীর টহলকালে রোববার বিকেলে দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলে নৌকাটি শনাক্ত হয়। ক্রুদের মধ্যে একজন তাইওয়ানের এবং বাকী ছয়জন ইন্দোনেশিয়ার।
মুখপাত্র আরো বলেন, নৌবাহিনীর কাছ থেকে তথ্য পাওয়ার পর থেকে আমরা টহল জাহাজ ও হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার অভিযান শুরু করি।
জাপানের স্থানীয় সংবাদ মাধ্যমে নৌকাটিকে তাইওয়ানের বলা হচ্ছে। কিন্তু কোস্টগার্ড বলছে, তারা নৌকাটি সম্পর্কে বিস্তারিত কিছু জানতে পারেনি। তবে এটি মাছ ধরার নৌকা বলে ধারণা করা হচ্ছে।
এসএ/
আরও পড়ুন