ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

জাপানের বিখ্যাত আপেল শহর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ২২ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:২৬, ২৩ আগস্ট ২০১৭

আপেলের জন্য জাপানের কুরোইশি এবং আওমোরি শহর খুবই বিখ্যাত। এই আপেল বাগানটি পর্যটকদের জন্য  উন্মুক্ত। এখানকার আপেল সুস্বাদু এবং রসালো। আসুন জেনে নেই সেই আপেল বাগান সম্পর্কে-

কুরোইশি এবং আওমোরি শহরের এই আপেল বাগানে আপনি গেলে নিজের হাতে গাছ থেকে আপেল ছিড়তে পারবেন। আপেল বাগানের কর্মীরাই আপনাকে শিখিয়ে দিবেন কিভাবে গাছ থেকে আপেল সংগ্রহ করতে হয়।

আপনাকে শেখানো হবে- আপেল ধরে আঙুলের অগ্রভাগ দিয়ে কীভাবে বৃন্তের গোড়ার অংশ ধরতে হয়। এ অংশ ধরে আপেলের পেছন দিক উপরের দিকে তুললে, আপেল বৃন্তের এ গোড়ার অংশ থেকে চট করে ছিড়ে চলে আসবে।

কুরোইশি শহর ছাড়াও এতো বেশি আপেল আওমোরিতে পাওয়া যায় যে, আওমোরি তা নিয়ে গর্ব করে থাকে। এই বিশেষ আপেল বাগানে প্রায় ৩০০ গাছে ২৫ ধরনের আপেল ধরে।

প্রচুর সূর্যালোকে বড় হওয়া আপেল অনেক রসালো এবং সুস্বাদু হয়। যা খেতে খুব মিষ্টি এবং কচকচে। সেখানে গেলে ভ্রমণের আনন্দের সঙ্গে যোগ হবে আপেলের স্বাদ।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি