ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

জাপানে ৭. ৩ মাত্রার ভূমিকম্পে নিহত ১৯, আহত সহস্রাধিক

প্রকাশিত : ১৩:২১, ১৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:১৭, ১৬ এপ্রিল ২০১৬

প্রসঙ্গ জাপানে আবার ভূমিকম্প। জাপানের দক্ষিণাঞ্চলের কিউসু দ্বীপে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। আহত এক হাজারের বেশি মানুষ। থেমে থেমে ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হচ্ছে। এতে রাস্তায় ফাটলের পাশাপাশি বহু ভবন ধসে পড়েছে। বিধ্বস্ত ভবনের নিচে আটকে আছে অনেকে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে কয়েকটি এলাকায়। Japan earthquakeজাপানের মানুষের কাছে ভূমিকম্প দু:স্বপ্নের আরেক নাম। তারপরও দুর্যোগ বলে কথা। আগের দিনের ভয়াবহতা না কাটতেই সেই দু:স্বপ্ন ফের কড়া নাড়লো। এবার কাঁপলো দক্ষিণাঞ্চলের দ্বীপ কিউশু। স্থানীয় সময় মধ্যরাতে ৭.৩ মাত্রার ভূমিকম্পে সবচে ক্ষতি হয়েছে কুমামোতো এলাকা। সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা উঠিয়ে নেয়া হয়। থেমে থেমে ভূমিকম্প পরবর্তী কম্পন হচ্ছে এখনও। ফাটল ধরেছে বহু সড়কে। ভূমিধস হয়েছে মিনামিয়াসো এলাকায়। একটি বাধ ভেঙে গ্রাম তলিয়ে গেছে পানিতে। কুমামোতো বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে ট্রেন চলাচল। ৭০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া গেলেও, বিধ্বস্ত ভবনের নিচে আটকে আছে অনেকেই।  বিদ্যুৎহীন প্রায় দুই লাখ পরিবার। বন্ধ আছে গ্যাস সংযোগও। প্রবল বর্ষণে ভূমিধসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। তাই লোকজনকে সর্বোচ্চ সতকর্তায় থাকায় পরামর্শ দিচ্ছে সরকার। এর আগে বৃহস্পতিবার রাতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে বহু বাড়ি-ঘর ধসে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট। তাতে অন্তত নয় জন নিহত এবং সহস্রাধিক মানুষ আহত হন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি