ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘জাপার চেয়ে ২০ গুণ বেশি লোক হতো’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ২০ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:৪৯, ২০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করতে দিলে জাতীয় পার্টির (জাপা) সমাবেশের চেয়ে ২০ গুণ বেশি লোক সমাগম হতো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, জাতীয় পার্টি, চরমোনাই পীর সাহেবকে অনুমতি দেওয়া হয়, কিন্তু বিএনপি সভা করতে চাইলে দেওয়া হয় না।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। `বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় প্রত্যাহারের` দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মওদুদ আহমদ বলেন, ঐক্যফ্রন্টের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে সংলাপে বসতে। সরকারকে বাধ্য করা হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের বিষয়ে মওদুদ আহমদ বলেন, তারেক রহমান যেদিন দেশে ফিরিয়ে আসবেন, তিনি আপিল করবেন। তখন আত্মসমর্পণ করে জামিন চাইবেন। হাইকোর্টে প্রমাণ করবেন, তার বিরুদ্ধে রায় একটি অচল রায়।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা খান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি