ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাপার জোটের মহাসমাবেশ আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৪, ২০ অক্টোবর ২০১৮ | আপডেট: ০৯:৪৯, ২০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট-ইউএনএ’র উদ্যোগে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সকাল ১১টায় অনুষ্ঠেয় এ সমাবেশে সভাপতিত্ব করবেন জাপার ও ইউএনএ’র চেয়ারম্যান এইচএম এরশাদ। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মহাসমাবেশে শোডাউনের প্রস্তুতি চললেও এ থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসছে না।

জাপার একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সমাবেশে এরশাদ তার দল ও জোট তিন শ আসনেই নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানাবেন। এ ছাড়া বিএনপি আসুক বা না আসুক জাপা নির্বাচনে অংশ নেবে ঘোষণা দিয়ে তিনি এমনটা বলতে পারেন, বিএনপি নির্বাচনে আসলে আমরা এক ধরনের সিদ্ধান্ত নেব, আর না এলে ভিন্ন সিদ্ধান্ত নেব।
নির্বাচনের আগে ঢাকায় এই শেষ মহাসমাবেশ থেকে দলের ভেতরের ঐক্যের বার্তাও দিতে চান এরশাদ। এজন্য সমাবেশে স্ত্রী ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের উপস্থিত থাকার বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। মহাসমাবেশ থেকে এরশাদ দলীয় নেতাকর্মী ও জোটের নেতাদের নিজ নিজ এলাকায় গিয়ে ভোটে নেমে পড়ার দিকনির্দেশনা দেবেন বলেও জানা গেছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি