ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাবি ও ইবিতে মুখে কালো কাপড় বেধে ছাত্রদলের প্রতিবাদ

জাবি ও ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫১, ৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা ও নারকীয়  হত‍্যাযজ্ঞের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুখে কালো কাপড় বেধে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

মঙ্গলবার সকাল ১১টার দিকে জাবির ডেইরি গেট প‍্রাঙ্গনের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ কর্মসূচি পালন করে ছাত্রদলের কর্মিরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোঃ বাবরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস‍্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ অন‍্যান‍্য নেতা-কর্মী।  

মানববন্ধনে তারা ইসরাইলী পন‍্য বয়কটসহ ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে সহমর্মিতা জ্ঞাপন করে ও তাদের সহযোগিতায় বিশ্ব মুসলিম নেতাদের এগিয়ে আসারও আহ্বান জানানো হয়।  এ সময় গাজা ও রাফায় মুসলমানদের উপর নারকীয় বর্বর হত‍্যাযজ্ঞ সংগঠিত করায় মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ জানান তারা।

এদিকে, কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে জমায়েত হয় শাখা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। এসময় তারা মুখে কালো কাপড় বেঁধে চলমান নির্যাতন ও গণহত্যার বিপক্ষে অবস্থান জানান। 
এতে শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবিব, সদস্য নুর উদ্দিন, রাফিজ আহমেদ সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, একজন মুসলমান হয়ে অপর মুসলমান ভাইবোনদের সাথে ঘটে চলা নির্মম হত্যাকাণ্ড আমরা আর মেনে নিতে পারছি না। যে সময় শিশুদের স্কুলে যাওয়ার কথা ছিল, সুন্দর জীবন কাটানোর কথা ছিল সেখানে তারা আজ মৃত্যুপুরীতে অবতীর্ণ হয়েছে। শুধু প্রতিবাদ জানালেই হবে না, ওআইসির মাধ্যমে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে ওই নেতানিয়াহুর ফাঁসি কার্যকর করতে হবে। 

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায়ে টার্গেট করে করে আমার ভাইবোন ও শিশুদের হত্যা করা হচ্ছে। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি