জাবি ছাত্রদলের আয়োজনে শহীদ নাফিসা উইমেনস ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত : ২১:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ২১:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০২৫
জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অবদানকে স্মরণীয় করে রাখতে এবং কিছুদিন আগে জয়পুরহাটে মেয়েদের খেলাধুলায় হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে ছাত্রদলের আয়োজনে শহীদ নাফিসা উইমেনস ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের (জিমনেসিয়াম) সামনে এক সংক্ষিপ্ত সভায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এসময় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের সঞ্চালনায় অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আমরা সময় সল্পতার এবং ভর্তি পরীক্ষার কারণে আজকে গ্রান্ড ওপেনিং করছি, ভর্তি পরীক্ষার পর সকল ভুল শুধরে এই টুর্নামেন্টটি সফল ও সার্থক করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, ২৪ এর জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ গড়তে চাই যেখানে সকলের সমান অধিকার থাকবে। কিন্তু কিছুদিন আগে আমরা দেখতে পেলাম জয়পুরহাটে মেয়েদের খেলায় হামলা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর তীব্র নিন্দা জানাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল এরকম একটি চমৎকার আয়োজন করেছে এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই।
সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, বাকশালের বিরুদ্ধে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করে সকলকে একটি জায়গায় এনে মহান মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া স্বপ্ন ও আশাবাদকে জাগ্রত করেছিলেন শহীদ জিয়াউর রহমান। শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের, যারা জীবন দিয়ে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছেন। বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদের জীবন্ত নেত্রী। এদেশের ছাত্রজনতা বারবার দেশের জন্য জীবন দেয়ার পরেও আমরা তাদের আতত্মতত্যাগ রক্ষা করতে পারিনি। যারা বিভিন্ন তত্ত্বের নামে জাতিকে বিভাজন করছে আমি বিশ্বাস করি শহীদের রক্তের দিকে তাকিয়ে তারা এ বিভাজন বন্ধ করবেন৷
এসময় আরো বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব , বীর প্রতীক তারামন বিবি হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবেদা সুলতানা, ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নজরুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামছুল আলম প্রমুখ৷ এছাড়াও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা৷
এসএস//
আরও পড়ুন