ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

জাবি ছাত্রলীগ নেতা শামিম হত্যার আরও এক আসামি গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৫, ৩০ সেপ্টেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামিম মোল্লা হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাইফুলকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। এর আগে এ মামলায় রায়হান নামে আরেক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। 

গেল ১৮ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কয়েকদফা গণপিটুনির শিকার হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ নেতা শামীম মোল্লা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৫ জুলাই রাতে জাবিতে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ছিল। 

এঘটনায় অভিযুক্ত ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি