জাবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে রিশাদ-সৌরভ
প্রকাশিত : ১৫:১৫, ১ আগস্ট ২০২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেইউডিএস) ২০২৩-২৪ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে দর্শন বিভাগের স্নাতকোত্তরের (৪৭ ব্যাচ) শিক্ষার্থী মীর হাসিবুল হাসান রিশাদ এবং ইংরেজি বিভাগের স্নাতক চূড়ান্ত পর্বের (৪৮ ব্যাচ) শিক্ষার্থী সামস আরেফিন সৌরভকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (৩০ জুলাই) দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ২০২১-২৩ অধিবেশনের কার্যনির্বাহী কমিটির শেষ সাধারণ সভায় ২০২৩-২৪ অধিবেশনের জন্য নতুন কার্যকরী কমিটি প্রকাশ করা হয়।
অন্যান্য পদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ওবায়েদুল্লাহ ও ফারহা মেহজাবীন, সহ-সাধারণ সম্পাদক সামিয়া ইসলাম ও মুনতাসির মানসুর, সাংগঠনিক সম্পাদক শোয়েবুল হক ইউলাদ ও খন্দকার জুবায়ের জহির আবেশ এবং কোষাধ্যক্ষের দায়িত্বে শায়লা আফরিন মনিকা।
নতুন কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়ে সদ্যবিদায়ী সভাপতি মাহির আসিফুর রহমান বলেন, আশা করি নতুন কমিটি সাফল্যের ধারা অব্যাহত রাখতে সক্ষম হবে এবং গঠনমূলক বিতর্ক ওঅন্যান্য অনুষ্ঠানের আয়োজন করবে। যার ফলে বিতার্কিক এবং প্রত্যেকেই যৌক্তিক বিশ্বের দিকে এগিয়ে চলবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
নতুন নেতৃত্বের হাত ধরে গৌরব বয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ অনিক।
এএইচ
আরও পড়ুন