ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

জাবি থিয়েটার সম্পাদকের ওপর হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ৭ সেপ্টেম্বর ২০১৯

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের অন্যতম সংগঠক ও জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক সাইমুম ইসলাম (২৪) কে মারধরের অভিযোগ উঠেছে। 

জানা যায়, শনিবার সকালে তাকে মারধর করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিষেক মণ্ডল।

মারধরের শিকার সাইমুম বিশ্ববিদ্যালয়ের ৪৪ তম ব্যাচের পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান একুশে টিভি অনলাইনকে জানান, শনিবার সকালে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ও সাংস্কৃতির জোটের সঙ্গে প্রশাসনের আলোচনায় বসার কথা ছিল। সে অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে সাইমুম রফিক জব্বার হলের পাশে আসলে ছাত্রলীগ নেতা অভিষেক তাকে মারধর করেন। 

তিনি বলেন, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিষেক এখন বিশ্ববিদ্যালয়ের অবৈধ শিক্ষার্থী। তার ছাত্রত্ব অনেক আগেই শেষ হলেও অবৈধভাবে এখনো হলের সিট দখলে রেখেছেন। মারধরের অভিযোগে ইতোমধ্যে প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলেও জানান সাংস্কৃতিক জোটের এ নেতা। 

এদিকে, থিয়েটারের সাধারণ সম্পাদক সাইমুমকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। এতে কয়েকজন শিক্ষককে অংশ নিতে দেখা যায়। 

আই/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি