জাবি বন্ধ ঘোষণা, বিকাল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ
প্রকাশিত : ১৪:২২, ১৭ জুলাই ২০২৪
শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে আবাসিক শিক্ষার্থীদের আজ বিকাল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকালে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তে জানানো হয়, গত ১৪, ১৫ ও ১৬ জুলাই কোটা আন্দোলনের কারণে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো যথারীতি খোলা থাকবে। আর শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে ১৭ জুলাই বিকাল ৪টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।
এদিকে, হল খালি করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী। এমন সিদ্ধান্তে খণ্ড খণ্ড মিছিল করেছে তারা।
পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন